ব্যষ্টিক অর্থনীতি সাজেশন্স ২০২৩ বিবিএ অনার্স প্রথম বর্ষ

বিবিএ অনার্স প্রথম বর্ষ পরিক্ষা ২০২২(অনুষ্ঠিত-২০২৩)

বিষয়ঃ ব্যষ্টিক অর্থনীতি, কোড-২১২৫০৯

 হিসাব বিজ্ঞান ও ফাইনান্স এন্ড ব্যাংকিং (খ ও গ বিভাগ)

 

অধ্যায়ঃ-০১ অর্থনীতির মৌলিকত্ব

প্রশ্নঃ০১ অর্থনীতির সংজ্ঞা দাও । অর্থনীতির পরিধি বা বিষয়বস্তু আলোচনা কর ।

প্রশ্নঃ০২ ব্যষ্টিক অর্থনীতির সংজ্ঞা দাও । ব্যষ্টিক অর্থনীতির গুরুত্ব আলোচনা কর 

প্রশ্নঃ০৩ সামষ্টিক অর্থনীতির সংজ্ঞা দাও। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির পার্থক্য

প্রশ্নঃ০৪ মিশ্র অর্থনীতি কি?  মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।

প্রশ্নঃ০৫ অর্থনৈতিক দক্ষতা বলতে কি বুঝায় অর্থনীতির মৌলিক সমস্যা সমূহ আলোচনা কর

 

অধ্যায়ঃ-০২ আধুনিক অর্থনীতিতে বাজার ও সরকার

প্রশ্নঃ০১ পুঁজিবাদ অর্থ ব্যবস্থা কি? পুঁজিবাদ অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা কর ।

প্রশ্নঃ০২ মুক্তবাজার অর্থনীতির সংজ্ঞা বাজার অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর ।

প্রশ্নঃ০৩ বাংলাদেশে বাজার অর্থনীতি প্রবর্তনের জন্য সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর ।

প্রশ্নঃ০৪ বিশ্বায়ন কি বিশ্বায়নের বৈশিষ্ট্য ও গুণাবলী আলোচনা কর ।

প্রশ্নঃ০৫ বিশ্বে প্রচলিত অর্থ ব্যবস্থার ধরন । আধুনিক অর্থনীতিতে অর্থ বা মুদ্রার কার্যাবলী আলোচনা কর ।

 

অধ্যায়ঃ-০৩ চাহিদা ও যোগানের মৌলিক উপাদান

প্রশ্নঃ০১ চাহিদা বলতে কি বুঝায়। চাহিদা বিধি ব্যাখ্যা কর।

প্রশ্নঃ০২ চাহিদা বিধি কি। চাহিদার উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ ব্যাখ্যা কর ।

প্রশ্নঃ০৩ চাহিদা সুচি ও চাহিদা রেখার সংজ্ঞা দাও । একটি কাল্পনিক চাহিদা সুচি থেকে চাহিদা রেখা অঙ্কন কর ।

প্রশ্নঃ০৪ বাজার ভারসাম্য কি? ভারসাম্য দামের উপর ভর্তুকি প্রদানের ফলাফল আলোচনা কর।

প্রশ্নঃ০৫ যোগানসূচি ও যোগান রাখার মধ্যে পার্থক্য । যোগান রেখা কেন ডান দিকে ঊর্ধ্বগামী হয়।

 

অধ্যায়ঃ-০৪ চাহিদা ও যোগানের প্রয়োগ

প্রশ্নঃ০১ যোগানের স্থিতিস্থাপকতা কি?যোগানের স্থিতিস্থাপকতা নির্ধারকসমূহ বর্ণনা কর।

প্রশ্নঃ০২ চাহিদার স্থিতিস্থাপকতা ও চাহিদা রেখার মধ্যে পার্থক্য ।

প্রশ্নঃ০৩ স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপকতার ধারণা দাও।

প্রশ্নঃ০৪ চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা কি? চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার ব্যাখ্যা কর।

 

অধ্যায়ঃ-০৫ চাহিদা ও ভোক্তার আচরণ

প্রশ্নঃ০১ ভোক্তার উদ্বৃত্তের সংজ্ঞা দাও। বাজেট রেখা ও নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য।

প্রশ্নঃ০২ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগবিধি থেকে চাহিদা রেখা অঙ্কন ।

প্রশ্নঃ০৩ নিরপেক্ষ রেখার সংজ্ঞা দাও নিরপেক্ষ রেখা ও বাজেট রেখার সাহায্যে ভোক্তার ভারসাম্য ব্যাখ্যা কর ।

 প্রশ্নঃ০৪ বাজেট রেখার সংজ্ঞা দাও। বাজেট রেখার বৈশিষ্ট্য আলোচনা কর।

 প্রশ্নঃ০৫ আয় প্রভাব কি? নিকৃষ্ট দ্রব্য ও গিফেন দ্রব্যের পার্থক্য ।

  

অধ্যায়ঃ-০৬ উৎপাদন ও ব্যবসায় সংগঠন

প্রশ্নঃ০১ উৎপাদন অপেক্ষকের ধারণা দাও। মোট উৎপাদন গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের সম্পর্ক।

প্রশ্নঃ০২ ক্রমহ্রাসমান  প্রান্তিক উৎপাদন বিধি কি?  সম উৎপাদন রেখার বৈশিষ্ট্য বর্ণনা কর ।

প্রশ্নঃ০৩ সম উৎপাদন উৎপাদন রেখা ও নিরপেক্ষ রেখার মধ্যে পার্থক্য আলোচনা

 প্রশ্নঃ০৪ উৎপাদন পর্যায় বলতে কি? বুঝ ক্ষুদ্র ব্যবসার গুরুত্ব ব্যাখ্যা কর।

প্রশ্নঃ০৫ সম উদপাদন রেখা ও সম খরচ রেখার সাহায্যে উৎপাদকের ভারসাম্য ব্যাখ্যা কর

 

অধ্যায়ঃ-০৭ ব্যয় বিশ্লেষণ

প্রশ্নঃ০১ স্থির ব্যয় ও পরিবর্তনশীল ব্যয় কি ? পার্থক্য আলোচনা কর।

প্রশ্নঃ০২ গড় ব্যয় রেখা কেন U আকৃতির হয়।

প্রশ্নঃ০৩ স্বল্পকালীন গড় ব্যয় রেখা ও দীর্ঘকালীন গড় ব্যয় রেখার মধ্যে পার্থক্য ।

প্রশ্নঃ০৪ ব্যয় সংকোচন বলতে কি বুঝ। অভ্যন্তরীণ ব্যয় সংকোচন এর কারণ সমূহ কি কি।

প্রশ্নঃ০৫ স্থির ব্যয় কিভাবে ফার্মের দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে প্রভাবিত করে

 

অধ্যায়ঃ-০৮ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বিশ্লেষণ

প্রশ্নঃ০১ ফার্ম প্লান্ট ও শিল্প বলতে কি বুঝ । ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য ।

প্রশ্নঃ০২ পূর্ণ প্রতিযোগিতা বাজার কি? এই বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য আলোচনা কর

প্রশ্নঃ০৩ পূর্ণ প্রতিযোগিতায় স্বল্পকালে শিল্পের ভারসাম্য শর্তসমূহ ব্যাখ্যা কর।

প্রশ্নঃ০৪ MC=MR  শুধু প্রয়োজনীয় স্বার্থ পর্যাপ্ত শর্ত নয় ব্যাখ্যা কর

 

অধ্যায়ঃ-০৯ অপূর্ণ প্রতিযোগিতা এবং  একচেটিয়া বাজার

প্রশ্নঃ০১ একচেটিয়া কারবারের সুবিধা ও বৈশিষ্ট্য সমূহ ।

প্রশ্নঃ০২ একচেটিয়া কারবারের দীর্ঘকালীন ভারসাম্য ব্যাখ্যা কর ।

প্রশ্নঃ০৩ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও একচেটিয়া বাজারের মধ্যে পার্থক্য ।

প্রশ্নঃ০৪ ডাম্পিং কি একচেটিয়া কারবারের  কোন যোগান  রেখা নেই ব্যাখ্যা কর।

প্রশ্নঃ০৫ প্রমাণ কর যে, একচেটিয়া কারবারে MR=1/2(AR)

 

অধ্যায়ঃ-১০ অলিগোপলি এবং  একচেটিয়ামূলক প্রতিযোগিতা

প্রশ্নঃ০১ অলিগোপলি বাজার কাকে বলে? অলিগোপলি বাজারের বৈশিষ্ট্য।

প্রশ্নঃ০২ ডুয়োপলি বাজার কি? ডুয়োপলি বাজারের বৈশিষ্ট্য আলোচনা কর।

প্রশ্নঃ০৩ কুর্নট ও ক্যাটেল কি? ক্যাটেলের সফলতা শর্ত সমূহ বর্ণনা কর।

প্রশ্নঃ০৪ বিজ্ঞাপনের পক্ষে ও বিপক্ষে যুক্তি দেখাও ।