Take experience, make easy অভিজ্ঞতা নিন, সহজ করুন।

আপনি যদি “বাইসাইকেল” চালাতে পারেন, আপনার প্রথমদিনের অভিজ্ঞতা মনে করুন।কেউ একজন আপনাকে ধরে সাইকেলে তুলে দিয়েও ধরে রেখেছিল, পেছন থেকে হাল্কা করে দাক্কা দিয়েও পাশে ছিল যেনো, আপনি পড়েগেলেও সে ধরে রাখতে পারে। আর আপনি দুই হাতে শক্ত করে হ্যান্ডেল ধরেও রাখতে পারতেছিলেন না, বার বার পরে যাচ্ছিলেন!  ঐদিন আপনি সাইকেল চালাতে চাইছিলেন!!

আর আজ সেই আপনি, দুই হাত ছেড়ে,মোবাইলে কথা বলতে বলতে সাইকেল চালিয়ে যাচ্ছেন,যেনো সাইকেল টা আপনার কথা শুনছে। 

এই দু’ইয়ের মাঝে অনেক সময়,যেখানে আপনি সাইকেল চালানোর প্রচুর অভিজ্ঞতা নিয়েছেন।ভাঙ্গছেন সাইকেল, ভাংছেন নিজেও। ঝুকি নিয়েছেন, সময় দিয়েছেন। বাস।

 কোন একটা নির্দিষ্ট কাজে সময় বেশি দিয়েছেন, সময় টা এখন তার পরিপূর্ণ মূল্য আপনাকে ফেরত দিচ্ছে। শিখা বলতে কিছু নেই-আপনি সময় দেন শেখাটা হয়ে যাবে। আমরা চাই শিখে ফেলতে-সময় দিতে নয়, ঝামেলা এখান থেকে শুরু।

আমাদের মধ্যেই অনেক ছাত্র-ছাত্রী আছেন, যারা পড়াশুনায় সময় দিতে চাই না কিন্তু চাই কম সময়ে অনেক কিছু শিখে ফেলতে, কম সময়ে অনেক কিছুই করে ফেলতে, খুব ভাল ফলাফল বা অন্যদের চেয়ে এগিয়ে যেতে চায়। একবারেও মানতে চাই না, সব কিছুই সম্ভব, যদি এই কাজে সময় দেওয়া হয়।তাদের প্রশ্ন- আমাকে শিখিয়ে দেন আমি কিভাবে সব কিছু ভাল করে করতে পারবো!

কোন কিছু ভাল ভাবে করা, দ্রুত করা, একটু ভিন্ন ভাবে করা, আসলে কেউ শেখাতে পারে না। 

আসলে যিনি- শেখান তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেন, তিনি কিভাবে কাজটি সহজ ভাবে করতে পারে এইটি দেখান, আর কি কি ভাবে ভূল হয়ে যেতে পারে, সেই সতর্কতা আপনাকে জানিয়ে দেন।

আপনি যখনই- একই ভাবে বার বার করার চেস্টা করবেন, অবশ্যই পারবেন। অনেক ভাল পারবেন।

আসলেই,কেউ আপনাকে শিখিয়ে  দিতে পারবে না! এইটা পসিবল না। আপনাকে দেখিয়ে দেবে, কিন্তু শেখাটা নিজেই করে নিতে হবে। তার জন্য কাজ করতে হবে,সময় দিতে হবে আর একজন ভাল মেন্টর এর গাইট লাইনে থাকতে হবে, যা আপনার পরিশ্রম অনেকটা কমিয়ে দিতে পারবে,সাহস দিতে পারবে, টেনে তুলে দিতে পারবে-কিন্তু কাজ এক্টাই সাইকেলে ওঠে আপনাকেই চালাতে হবে, পরে গিয়ে আপনাকেই হাত বা ভাংতে হবে,নিজের পরিশ্রম টা নিজে করেই, শিখাটা অর্জন করতে হবে।

আপনি যদি মনে করেন, কোন অভিজ্ঞ মেন্টর এর কাছে গেলেই আপনি শিখে যাবেন, মানে সাইকেলে আপনাকে ওঠা লাগবে না, আপনি বসে বসে তার সাইকেল চালো দেখেই শিখে যাবেন।তাহলে আপনি ভুলের মধ্যে আছেন-মিথ্যেটা জানেন।

আর তাই আমি আমার ১২ বছরের অভিজ্ঞতায় কাউকে, সাইকেল চালানোর দেখায় না? সাইকেলে তুলে দেয়-নিজে নিজে শেকার ব্যবস্থা করে দেয়, তার আরো একটি বড় উদাহরণ, BBA life-ই লার্নিং প্লাটফরম।শেখাটা হোক-নিজে থেকে, আমি গাইডলাইন দেব ২৪ ঘন্টা।ইনশাআল্লাহ।

Arefin Jibon

CEO-BBA life.

1 Comment.

  1. অনেক ভালো লাগলো। যুক্তিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ লেখনি ভাইয়া। এরকম motivational speech আমরা আরো চাই যা আমাদের শুধু লেখাপড়াই নয়,,জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার এই সুন্দর এবং উপকারী উদ্যোগের জন্য। 🥰

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *