ব্যবসায় পরিচিতি সাজেশন্স ২০২৩ বিবিএ অনার্স ১ম বর্ষ

জাতীয় বিশ্ববিদ্যালয় বিবিএ অনার্স প্রথম বর্ষ পরিক্ষা ২০২২(অনুষ্ঠিত২০২৩)

বিষয়ঃ ব্যবসায় পরিচিতি

বিভাগঃ ব্যবস্থাপনা

চূড়ান্ত সাজেশন-২০২৩(খ ও গ বিভাগ)

অধ্যায়ঃ-০১ ব্যবসার ধারণা

৯৯% প্রশ্নঃ০১ ব্যবসায় বলতে কি বুঝায়। ব্যবসার সামাজিক দায়িত্ব সমূহ বর্ণনা কর।

৯৯% প্রশ্নঃ০২ব্যবসার পরিবেশ বলতে কি বুঝায় ব্যবসার অবস্থান বা পরিবেশ নির্বাচনে বিবেচ্য বিষয় সমূহ।

         প্রশ্নঃ০৩ ব্যবসার দক্ষতা কি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ব্যবসার ভূমিকা বা গুরুত্ব আলোচনা কর।

৯৯% প্রশ্নঃ০৪ ব্যবসায়ের আওতা পরিধি বা বিষয়বস্তু আলোচনা কর।

          প্রশ্নঃ০৫ ব্যবসায়ের মৌলিক উপাদান বা ব্যবসার সফলতা অর্জনের কৌশল বা আবশ্যকীয় শর্তাবলী।

         প্রশ্নঃ০৫ ব্যবসা কি একটি পেশা? একই প্রতিষ্ঠানের দক্ষতা পরিমাপের উপায় SWOT বিশ্লেষণ।

অধ্যায়ঃ 0২ ব্যবসার সংগঠন সমূহ

৯৯% প্রশ্নঃ০১ একমালিকানা ব্যবসা কি? বাংলাদেশে এই ব্যবসা জনপ্রিয় হয়েওঠার কারণ বা গুরুত্ব।

৯৯% প্রশ্নঃ০২ রাষ্ট্রীয় ব্যবসা বলতে কি বুঝ? রাষ্ট্রীয় ব্যবসায়ীর উপযোগী ক্ষেত্রসমূহ আলোচনা কর।

         প্রশ্নঃ০৩ বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত ব্যবসায়ের ব্যর্থতার কারণ সমূহ আলোচনা কর ।

         প্রশ্নঃ০৪ অংশীদারি ব্যবসা কাকে বলে অংশীদারি ব্যবসায়ের অপরিহার্য উপাদান ।

৯৯% প্রশ্নঃ০৫ অংশীদারি চুক্তিপত্র বলতে কি বুঝ অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু আলোচনা কর ।

         প্রশ্নঃ০৬ অংশীদারী ব্যবসায়ের বিলুপ সাধন পদ্ধতি।

অধ্যায়ঃ-০৩ বাংলাদেশে যৌথমূল্ধনী প্রতিষ্ঠানের উন্নয়ন

৯৯% প্রশ্নঃ০১ যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা দাও। যৌথ মূলধনের কোম্পানির বৈশিষ্ট্য আলোচনা কর।

         প্রশ্নঃ০২ স্মারকলিপি কি?  স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলী মধ্যে পার্থক্য ।

৯৯% প্রশ্নঃ০৩ শেয়ার বলতে কি? বুঝ যৌথ মূলধনী কোম্পানির বিলোপ সাধন পদ্ধতি আলোচনা কর।

৯৯% প্রশ্নঃ০৪ যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রণালী আলোচনা কর ।

                       বা প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর পদ্ধতি লেখ।

৯৯% প্রশ্নঃ০৫ শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য ।

অধ্যায়ঃ-০৪ বাংলাদেশে সমবায় সমিতি

৯৯% প্রশ্নঃ০১ ভোক্তা সমবায় সমিতি কিভোক্তা সমবায় সমিতির সুবিধা ও অসুবিধা লেখ ।

৯৯% প্রশ্নঃ০২ বাংলাদেশের সমবায় সমিতির সমস্যা ও তা দূরীকরণের কয়েকটি উপায় লিখ।

          প্রশ্নঃ০৩ সমবায় সমিতির সংজ্ঞা দাও সমবায় সমিতির গঠন প্রণালী আলোচনা কর।

         প্রশ্নঃ০৪ ম্যা সমবায় সমিতির মূলনীতি আলোচনা ক।

অধ্যায়ঃ-০৫ ব্যবসায়ের উন্নয়নকারী প্রতিষ্ঠান সমূহ

৯৯% প্রশ্নঃ০১ শিল্প ও বাণিজ্য সভা কাকে বলে।? শেয়ার ও সিকিউরিটির মূল্য রাজনীতির কারণ সমূহ লেখ ।

৯৯% প্রশ্নঃ০২ শেয়ারবাজার কিভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে শেয়ার বাজারে গুরুত্ব লেখ।

         প্রশ্নঃ০৩ রপ্তানি উন্নয়ন ব্যুরো কি রপ্তানি উন্নয়ন গুরুর কার্যাবলী আলোচনা কর।

         প্রশ্নঃ০৪ ইপিজেড কি? শিল্প ও বণিক সভার কার্যাবলী আলোচনা কর।

অধ্যায়ঃ-০৬ বাংলাদেশে বানিজ্য রীতি

৯৯% প্রশ্নঃ০১ বৈদেশিক বাণিজ্য কাকে বলে। পণ্য আমদানি ও রপ্তানি প্রক্রিয়া বর্ণনা কর ।

          প্রশ্নঃ০২ বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের গুরুত্ব আলোচনা কর।

৯৯% প্রশ্নঃ০৩ বাংলাদেশ রপ্তানি উন্নয়নের বাধা সমূহ আলোচনা কর ।

         প্রশ্নঃ০৪ বাণিজ্য নীতি কাকে বলে? বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত বৈদেশিক বিনিময় বিলের ব্যবহার ব্যাখ্যা ।

…………..THE END ……………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *