জাতীয় বিশ্ববিদ্যালয় বিবিএ অনার্স প্রথম বর্ষ পরিক্ষা ২০২২(অনুষ্ঠিত–২০২৩)
বিষয়ঃ হিসাব বিজ্ঞানের নীতিমালা
বিভাগঃ ব্যবস্থাপনা
চূড়ান্ত সাজেশন-২০২৩(খ ও গ বিভাগ )
থিওরী পার্ট
৯৯% প্রশ্নঃ০১ আধুনিক হিসাব বিজ্ঞানের সংজ্ঞা। সর্বজন স্বীকৃত নীতিমালার গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখ ।
অথবা পেশা হিসেবে হিসাববিজ্ঞানের গুরুত্ব আলোচনা কর ।
অথবা হিসাব বিজ্ঞানকে কেন ব্যবসার ভাষা বলা হয় কারন লেখ।
অথবা হিসাববিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা বা সিদ্ধান্ত গ্রহণের হাতিয়ার হওয়ার কারণ।
৯৯% প্রশ্নঃ০২ মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা ।
৯৯% প্রশ্নঃ০৩ প্রাইভেট ও পাবলিক হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্য ।
প্রশ্নঃ০৪ সুনামের সংজ্ঞা দাও? অংশীদারী কারবারের সুনাম মূল্যায়নের কারণ বা প্রয়োজনীয়তা।
৯৯% প্রশ্নঃ০৫ হিসাব সমীকরণ কি? হিসাব সমীকরণের প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ।
৯৯% প্রশ্নঃ০৬ হিসাব চক্র কি? হিসাব চক্রের বিভিন্ন ধাপ আলোচনা কর
প্রশ্নঃ০৭ দুই তরফা দাখিলা পদ্ধতি কি? ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র বা পদ্ধতি আলোচনা কর।
৯৯% প্রশ্নঃ০৮ মজুদ পণ্যের সংজ্ঞা দাও। নিত্য মজুদ ও কালান্তিক মজুদের মধ্যে পার্থক্য।
প্রশ্নঃ০৯ অংশীদার কারবারের বিলুপ সাধনের কয়েক টি কারণ লিখ ।
৯৯% প্রশ্নঃ১০ প্রাপ্য বিল ও প্রাপ্য নোটের মধ্যে পার্থক্য।
প্রশ্নঃ১১ হিসাব পদ্ধতি বলতে কি বুঝ? হিসাব পদ্ধতির উপাদান আলোচনা করা
প্রশ্নঃ১২ সহায়ক খতিয়ান কি? সহায়ক খতিয়ানের সুবিধা উল্লেখ ।
প্রশ্নঃ১৩ সমন্বয়ে দাখিলা বলতে কি বুঝ? সমন্বয় দাখিলার উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা আলোচনা কর।
৯৯% প্রশ্নঃ১৪ বকেয়া ভিত্তিক হিসাব ও নগদ ভিত্তিক হিসাব ব্যবস্থার পার্থক্য লেখ।
প্রশ্নঃ১৫ সমন্বয় দাখিলা ও সমাপনী দাখিল এর মধ্যে পার্থক্য।
প্রশ্নঃ১৬ কার্যপত্র কাকে বলে? কার্যপত্র ও উদ্ধৃত প্ত্রের মধ্যে পার্থক্য।
৯৯% প্রশ্নঃ১৭ অবচয় কি ?অবচয় ধার্য না করার ফলাফল আলোচনা কর।
৯৯% প্রশ্নঃ১৮ অনুপাত বিশ্লেষণ বলতে কি বুঝ ?অনুপাত বিশ্লেষণের উদ্দেশ্য বা গুরুত্ব আলোচনা কর।
৯৯% প্রশ্নঃ১৯ চলতি দায়ী ও সম্ভাব্যতা এর সংজ্ঞা দাও । আনুমানিক দায়ী ও সম্ভাব্যদের মধ্যে পার্থক্য
৯৯% প্রশ্নঃ২০ ব্যাংক সমন্বয় বিবরণী কি? ব্যাংক সমন্বয় বিবরণী তৈরির কারণ বা উদ্দেশ্য আলোচনা কর
গানিতিক সমস্যাঃ
2.Chap- Financial Accounting Process: (a)Equation Problem- 1,3,12,14,16
3.Chap– Processing Accounting Data:
(a) Periodic & perpetual 1,3,5, (b) Journal with VAT Problem- 7
4.Chap– Ledger (b)Journal Ledger & Trial Problem 3
5.Chap– Trial Balance (b)Journal Ledger & Trial Problem 3
6.Chap– Accounting System and Special Journal(a)Received & Payment Problem- 5,7
7.Chap– Final Accounts (a)Adjusting & Reversing: 1,6,9
(b) Worksheet & Closing: Problem- 4,7 (c) Statement & Balance sheet Problem- 4,6
8.Chap– Accounting for Assets (a)Cash control Problem- 3
(a) Accounts Receivable Problem- 1,4 (c) Fixed Assets.Problem-1
9. Chap-Accounting for Liability:
(a) Current Liability Problem- 1,2 (b) Long term liability problem-2
10.Chap– Accounting for partnership
(a)Admission Problem-Problem-1,3 (b) Retirement Problem- (c)Dissolution Problem-5
Thank you so much vaiya for uploading this useful & helpful suggestions 🥰
Thank u vaya
Problem number কোথাকার? এগুলোর উত্তর দেন প্লিজ
আমাদের শীট এর পিডিএফ এর নাম্বার