জাতীয় বিশ্ববিদ্যালয় বিবিএ অনার্স প্রথম বর্ষ পরিক্ষা ২০২২(অনুষ্ঠিত-২০২৩)
বিষয়ঃস্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস
চূড়ান্ত সাজেশন-২০২৩ (খ ও গ বিভাগ )
অধ্যায়ঃ-০১ দেশ ও জনগোষ্ঠীর পরিচয়
৯৯% প্রশ্নঃ০১ জনগণের নৃতাত্ত্বিক পরিচয়।বাঙালি সংকর জাতি ব্যাখ্যা কর।
৯৯% প্রশ্নঃ০২ বাংলাদেশের ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা কর।
প্রশ্নঃ০৩ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা কর ।
প্রশ্নঃ০৪ ধর্মীয় সহনশীলতা বলতে কি বুঝ? বাংলাদেশ প্রেক্ষাপটে ব্যাখ্যা কর।
অধ্যায়ঃ-০২ অখন্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস উপমাদেশের বিভক্তি,১৯৪৭
৯৯% প্রশ্নঃ০১ দ্বি-জাতি তত্ত্ব কি? অখন্ড বাংলা গঠনের চেষ্টা ব্যর্থ হয়েছিল কেন ।
প্রশ্নঃ০২ ঔপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার উদ্ভব বিকাশ ও তার ফলাফল ব্যাখ্যা কর।
প্রশ্নঃ০৩ বসু সোহরাওয়ার্দী চুক্তি কি?লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল ।
৯৯% প্রশ্নঃ০৪ অখন্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ সম্পর্কে সংক্ষেপে লিখ
অধ্যায়ঃ-০৩ পাকিস্তানঃ রাষ্ট্রীয় কাঠামো ও বৈষম্য
৯৯% প্রশ্নঃ০১পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে কিভাবে অর্থনৈতিক বৈষম্য তৈরি করা হয়েছিল ব্যাখ্যা দাও
অধ্যায়ঃ-০৪ ভাষা আন্দোলন ও বাঙ্গালীর আত্ম পরিচয় প্রতিষ্ঠা
৯৯% প্রশ্নঃ০১ ভাষা আন্দোলন কি? আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব।
প্রশ্নঃ০২যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল? যুক্তফ্রন্টের ১১ দফা কর্মসূচি আলোচনা কর।
৯৯% প্রশ্নঃ০৩ ১৯৫৪ সালে প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণ ব্যাখ্যা কর।
অধ্যায়ঃ-০৫ সামরিক শাসনঃআইয়ূব ও ইয়াহিয়া খানের শাসনামন(১৯৫৮-৭১)
৯৯% প্রশ্নঃ০১ সামরিক শাসন বলতে কি বুঝ? মৌলিক গণতন্ত্রের স্তর বিন্যাস সমূহ আলোচনা কর।
অধ্যায়ঃ-০৬ জাতীয়তা বাদের বিকাশ ও স্বাধিকার আন্দোলন
প্রশ্নঃ০১ জাতীয়তাবাদ কি? ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব ব্যাখ্যা কর।
প্রশ্নঃ০২ ১৯৬৬ সালের ৬ দফা কর্মসূচি ব্যাখ্যা কর।
৯৯% প্রশ্নঃ০৩ আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ ও ফলাফল ব্যাখ্যা
৯৯% প্রশ্নঃ০৪ ৬-দফায় স্বাধীনতার বীজ লুকিয়ে ছিল? বিষয়টি ব্যাখ্যা কর ।
অধ্যায়ঃ-০৭- ১৯৬৯ গণ অভ্যুত্থান ও ১১ দফা আন্দোলন
প্রশ্নঃ০১ ছাত্রদের ১১ দফা আন্দোলনের কর্মসূচি কি কি ছিল?
অধ্যায়ঃ-০৮- ১৯৭০ এর নির্বাচন,অসহযোগ আন্দোলন,স্বাধীনতার ঘোষণা
৯৯% প্রশ্নঃ০১ ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব বর্ণনা কর।
প্রশ্নঃ০২ অপারেশন সার্চলাইট কি? ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের বর্ণনা দাও।
অধ্যায়ঃ-০৯ মুক্তিযুদ্ধ ১৯৭১
৯৯% প্রশ্নঃ০১ মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা আলোচনা কর।
প্রশ্নঃ০২ বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তি বা পরাশক্তির ভূমিকা মূল্যায়ন কর
প্রশ্নঃ০৩ মুক্তিযুদ্ধের যেকোনো দুটি সেক্টর নিয়ে আলোচনা কর
৯৯% প্রশ্নঃ০৪ বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান আলোচনা কর
প্রশ্নঃ০৫ নিবন্ধন লিখুন (i) বুদ্ধিজীবী হত্যাকাণ্ড (ii) বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
অধ্যায়ঃ-১০ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল ১৯৭২-১৯৭৫
৯৯% প্রশ্নঃ০১ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর ।
প্রশ্নঃ০২ স্বাধীনতা পরবর্তী নতুন বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধু সরকারের গৃহীত পদক্ষেপসমূহ ।
৯৯% প্রশ্নঃ০৩ ১৯৭২ সালের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
Thank you so much vaiya,,this is very useful & helpful for our examination. Thanks a lot again for uploading this…🥰
Thank you vaia sob kisu common chilo
Thank you vaiya,,shob question common chilo..