বাজারজাতকরণ নীতিমালা সাজেশন্স বিবিএ অনার্স প্রথম বর্ষ

জাতীয় বিশ্ববিদ্যালয় বিবিএ অনার্স প্রথম বর্ষ পরিক্ষা ২০২২(অনুষ্ঠিত-২০২৩)

বিষয়ঃবাজারজাতকরণ নীতিমালা

বিভাগঃ হিসাব বিজ্ঞান

চূড়ান্ত সাজেশন-২০২৩ (খ ও গ বিভাগ )

অধ্যায়ঃ-০১ ক্রেতার ভ্যালু সৃষ্টি ও অর্জন

৯৯% প্রশ্নঃ০১ বাজারজাতকরণ বলতে কি বুঝ। উদ্দেশ্য, গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা কর

৯৯% প্রশ্নঃ০২ প্রয়োজন অভাব ও চাহিদার মধ্যে পার্থক্য

          প্রশ্নঃ০৩ আধুনিক বাজারজাতকরণের চ্যালেঞ্জসমূহ লিখ    

         প্রশ্নঃ০৪ বাজারজাতকারী কিভাবে ক্রেতার সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করে

অধ্যায়ঃ ০২কোম্পানি এবং বাজারজাতকরণ কৌশল-ক্রেতা সম্পর্ক গঠনে অংশীদারিত্ব

৯৯% প্রশ্নঃ০১ কৌশলগত ব্যবসার একক কি। কৌশলগত বাজারজাত পরিকল্পনার পদক্ষেপসমূহ আলোচনা কর

           প্রশ্নঃ০২ বাজারজাতকরণ মিশ্রণ বলতে কি বুঝ বাজারজাতকরণ মিশ্রণের উপাদান সমূহ

            প্রশ্নঃ০৩ বাজারজাতকরণ পরিকল্পনার সংজ্ঞা দাও বাজারজাতকরণ নিয়ন্ত্রণ প্রক্রিয়াটি ব্যাখ্যা কর

  ৯৯% প্রশ্নঃ০৪ SWTO বিশ্লেষণ বলতে কি বুঝ কৌশলগত পরিকল্পনার গ্যাপ পূরণের উপায়

অধ্যায়ঃ-০৩ বাজারজাতকরণ পরিবেশ বিশ্লেষণ।

৯৯% প্রশ্নঃ০১ বাজারজাতকরণ পরিবেশ বলতে কি বুঝ বেশ ঠিক বাজারজাতকরণের শক্তি গুলো কি কি

          প্রশ্নঃ০২সামষ্টিক পরিবেশ বলতে কি বুঝ সামাস্টিক বাজারজাতকরণ পরিবেশের উপাদান ও প্রভাব আলোচনা

৯৯% প্রশ্নঃ০৩ ব্যষ্টিক ও সামষ্টিক  বাজারজাতকরণ পরিবেশের পার্থক্য আলোচনা কর 

অধ্যায়ঃ-০৪ বাজার ও তাদের ক্রেতার আচরণ।

৯৯% প্রশ্নঃ০১ ভোক্তার আচরণের সংজ্ঞা দাও  ভোক্তার আচরণের পাঁচটি বৈশিষ্ট্য লিখ

           প্রশ্নঃ০২ ভোক্তার আচরণ মডেলটি আলোচনা কর

           প্রশ্নঃ০৩ ভোক্তার আচরণের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ আলোচনা কর

অধ্যায়ঃ-০৫ ক্রেতামুখী বাজার কৌশলঃ অভীষ্ট ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি ।

৯৯% প্রশ্নঃ০১ বাজার বলতে কি বুঝায় বাজার বিভক্তি করনের সুবিধা বা গুরুত্ব আলোচনা কর

          প্রশ্নঃ০২ বাজার বিভক্তি করন কি । বাজার বিভক্তি করনের শর্ত সমূহ বা ভিত্তি আলোচনা কর

         প্রশ্নঃ০৩ বাজারে অবস্থান গ্রহণ বলতে কি বুঝ। ক্রেতা মুখী বাজারজাতকরণের কৌশল আলোচনা কর 

অধ্যায়ঃ-০৬ পণ্য, সেবা ও ব্রান্ডঃ ক্রেতার ভ্যালু সৃষ্টি ।

            প্রশ্নঃ০১ ভোগ্য পণ্য বলতে কি বুঝ ভুগ্য পণ্যের শ্রেণীবিভাগ ভোগ্য পণ্যের শ্রেণীবিভাগ

           প্রশ্নঃ০২ ব্র্যান্ড ইকুইটি কি শক্তিশালী ব্র্যান্ড ইকুইটি কিভাবে তৈরি করা যায়

৯৯% প্রশ্নঃ০৩ পণ্য ও সেবার সংজ্ঞা দাও। সেবা কি? পচনশীল ব্যাখ্যা কর ।

৯৯% প্রশ্নঃ০৪ শিল্পপর্ণ ও ভোগ্য পণ্যের মধ্যে পার্থক্য 

 অধ্যায়ঃ-০৭  নতুন পণ্য উন্নয়ন ও পণ্য জীবন-চক্র কৌশল।

  ৯৯% প্রশ্নঃ০১ পণ্যের জীবন চক্র কি জীবন চক্রের বিভিন্ন স্তর সমূহ আলোচনা কর

  ৯৯% প্রশ্নঃ০২ নতুন পণ্য বাজারে ছাড়ার ক্ষেত্রে বিবেচ্য বিষয় সমূহ বা কৌশল সমূহ আলোচনা কর

            প্রশ্নঃ০৩ নতুন পণ্যের সংজ্ঞা লিখ নতুন পণ্য উন্নয়নের প্রক্রিয়া সমূহ লিখ।

            প্রশ্নঃ০৪ পণ্য গবেষণা ও উন্নয়নের গুরুত্ব আলোচনা কর 

           প্রশ্নঃ০৫ একটি নতুন পণ্য বাজারে ব্যর্থ হওয়ার কি কি কারণ থাকতে পারে বলে তুমি মনে করো

অধ্যায়ঃ-০৮ মূল্য নির্ধারণঃ ক্রেতার ভ্যালু অনুধাবন ও অর্জন এবং মূল্য নির্ধারণ কৌশল।

৯৯% প্রশ্নঃ০১ পণ্য বা সেবার মূল্য বলতে কি বুঝায় মূল্য নির্ধারণের উদ্দেশ্য সমূহ আলোচনা ।

          প্রশ্নঃ০২ মূল্য নির্ধারণের ক্ষেত্রে অভ্যন্তরীণ ও বাহ্যিক বিবেচ্য বিষয় সমূহ আলোচনা কর।

 ৯৯% প্রশ্নঃ০৩ সমচ্ছেদ বিন্দু কি নতুন পণ্যের মূল্য নির্ধারণের কৌশল সমূহ আলোচনা কর।

অধ্যায়ঃ-০৯ বাজারজাতকরণ প্রণালিঃ ক্রেতার ভ্যালু সরবরাহ এবং খুচরা ও পাইকারি ব্যবসা)

৯৯% প্রশ্নঃ০১ বন্টন প্রণালী বলতে কি বুঝ বণ্টন প্রণালী কার্যাবলী বা গুরুত্ব আলোচনা কর।

         প্রশ্নঃ০২ বণ্টন প্রণালীর প্রকারভেদ লিখ।

         প্রশ্নঃ০৩ প্রণালী দ্বন্দ্ব বলতে কি বুঝ? প্রণালী দ্বন্দ্বের প্রতিকার বর্ণনা কর ।

৯৯% প্রশ্নঃ০৪ খুচরা ব্যবসা বলতে কি বুঝ । খুচরা ব্যবসায়ের মূল্য নির্ধারণের কৌশল বা পদ্ধতি আলোচনা কর        

        প্রশ্নঃ০৫ পাইকারি ও খুচরা কারবারের পার্থক্য। বন্টন প্রণালী থেকে পাইকারদের উচ্ছেদ সমর্থনযোগ্য।

 অধ্যায়ঃ-১০ ক্রেতার ভ্যালু যোগাযোগঃ সমন্বিত বাজারজাতকরণ যোগাযোগ কৌশল।)

৯৯% প্রশ্নঃ০১ প্রমোশন মিশ্রণ বলতে কি বুঝ মিশ্রণের প্রধান হাতিয়ার/ উপাদান/ কৌশল আলোচনা কর

          প্রশ্নঃ০২ সমন্বিত বাজারজাতকরণ যোগাযোগ কি? তার বাস্তব চ্যালেঞ্জ সমূহ ।

          প্রশ্নঃ০৩ কার্যকর বাজারজাতকরণ যোগাযোগ উন্নয়নের পদক্ষেপসমূহ কি।

৯৯% প্রশ্নঃ০৪ বিজ্ঞাপনের সংজ্ঞা দাও । বিজ্ঞাপন কি অপচয় যুক্তি দাও/

                       বা  বিজ্ঞাপন পণ্যের খরচ বাড়িয়ে দেয় স্বপক্ষে যুক্তি দাও।

ধ্যায়ঃ-১১ বিশ্ব ব্যাপী বাজার

৯৯% প্রশ্নঃ০১ বিশ্ব বাজারজাতকরণ কি বিশ্ববাজারে প্রবেশের কৌশলসমূহ

     প্রশ্নঃ০২ বিশ্ব বাজারজাতকরণের কর্মসূচি আলোচনা কর।

৯৯% প্রশ্নঃ০১ বাজারজাতকরণে নৈতিকতা বলতে কি বুঝ বাজারজাতকরণের উপর নৈতিকতার প্রভাব   

                     আলোচনা কর

         প্রশ্নঃ০২ বাজারজাতকরণের সামাজিক দায়িত্বশীলতা বলতে কি বুঝ। বাজারজাতকরণের সামাজিক দায়িত্ব 

                     পালনের পক্ষে যুক্তি দেখাও

        প্রশ্নঃ০৩ টেকসই বাজারজাতকরণ কি টেকসই বাজারজাগরণের নীতিসমূহ আলোচনা কর ।

1 Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *